লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাসপাতালে ২ হাজারের বেশি রোগী ভর্তি

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল সেন্টারগুলোতে সোমবার (৩ ডিসেম্বর) পর্যন্ত ২ হাজারের বেশি করোনা রোগী ভর্তি রয়েছে।          রাজ্যের তথ্য অনুসারে, রবিবার রাজ্যের হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৮ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ৩০২ জন জরুরি বিভাগে ভর্তি আছে।   সোমবার কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, ডিসেম্বর মাসের থেকে চলতি মাসে শিশু রোগী ভর্তির সংখ্যার হার বেড়েছে ১৯০ শতাংশ। এর মধ্যে সর্বাধিক শিশুর বয়স ৪ বছরের কম।   পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘বাচ্চারা ক্লাসরুমে ফিরে আসতে শুরু করেছে। তাই আমাদের সবার উচিত করোনা বিধিনিষেধ মেনে চলা যেনো বাসিন্দারা শীতকালীন ছুটির পর নিরাপদে ফিরে আসতে পারে’। এলএবাংলাটাইমস/ওএম