লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ঘরে বসেই করোনা পরীক্ষা: কীভাবে কী করবেন?

যেসব বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করছেন এবং দ্রুত করোনা পরীক্ষা করাতে চাইছেন, তাদের জন্য এখন ফ্রি এট-হোম টেস্টিং কিট এর ব্যবস্থা করা হয়েছে। যারা দেহে করোনার উপসর্গ অনুভব করছেন, দ্য লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ তাদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।    এই পরীক্ষার কীট পেতে হলে প্রথমে এলএ কাউন্টি হোম টেস্ট কালেকশন ওয়েবসাইটে যেতে হবে এবং সাইন আপ করতে হবে। ফেডএক্স এর মাধ্যমে এই কীট বাসিন্দাদের ঠিকানায় পাঠানো হবে এবনফ অর্ডারের দুই দিনের মধ্যে এটি গ্রাহকের নিকট চলে আসচ্ছে। সাইন আপ করতে হলে একটি ইমেইল এড্রেস এর প্রয়োজন পরবে। যখন কীট পৌঁছাবে, তখনই টেস্ট করিয়ে ফেলা উচিত হবে। এর জন্য যা করতে হবে, সেগুলো হলো- ১) অনলাইনে টেস্ট এক্টিভেট করতে হবে। ২) নিজের নাক থেকে নিজের নমুনা সংগ্রহ করতে হবে। ৩) নমুনা সংগ্রহ করে প্রি-পেইড অভারনাইট খামে সেটি পাঠিয়ে দিতে হবে। ৪) ফেডএক্স এর ১-৮০০-৪৬৩-৩৩৩৯ নাম্বারে কল দিয়ে কীট ড্রপ বা রিসিভ করা যাবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। এলএবাংলাটাইমস/ওএম