লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারো দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারো দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) কাউন্টিতে ৪৩ হাজার বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন দৈনিক সর্বোচ্চ ৩৭ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা বেড়েই চলেছে। শুক্রবারে করোনাভাইরাসে মারা গেছেন আরও ২৮ জন বাসিন্দা। লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে ইতোমধ্যে কর্মী সংকট সৃষ্টি হয়েছে। অনেক কর্মীই করোনায় আক্রান্ত হয়ে কর্মস্থল থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে। শিশুদের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অরেঞ্জ কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়ে ৫ বছরের কমবয়েসী তৃতীয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দেশজুড়ে ৫ বছরের কম বয়েসী শিশুদের মধ্যে হাসপাতালে ভর্তির হার বেড়ে চলেছে। বর্তমানে রেকর্ড সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি আছে। এলএবাংলাটাইমস/ওএম