লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার নির্দেশনার সময়সীমা বাড়লো

ক্যালিফোর্নিয়ার আরও এক মাসের জন্য বাড়ানো হচ্ছে ইনডোর মাস্ক ম্যান্ডেট বা বদ্ধস্থানে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের সময়সীমা। কর্তৃপক্ষ বুধবার (৫ জানুয়ারি) জানায়, ফেব্রুয়ারি ১৫ তারিখ পর্যন্ত ইনডোর স্থানে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের সময়সীমা বাড়ানো হয়েছে।

উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ যুক্তরাষ্ট্রে অনেক বেড়ে গেছে। ফলে গত মাসে ইনডোর মাস্ক ম্যান্ডেট আইনটি আবারো ফিরিয়ে আনা হয়েছে। হলিডে গ্যাদারিং এবং ভ্রমণ সংক্রান্ত কারণে সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে। গত বছরের ১৫ ডিসেম্বর রাজ্য কর্তৃপক্ষ এই আইনটি আবার জারি করে ১৫ জানুয়ারি পর্যন্ত এর সময়সীমা বৃদ্ধি করেছিল। এবার এই আইনের সময়সীমা আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে।   বর্তমানে রাজ্য কর্তৃপক্ষের নিয়ম অনুসারে, টিকা গ্রহীতা বা যারা টিকা গ্রহণ করেননি, তাদের সবার জন্য ইনডোর স্থানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পানশালা, রেস্টুরেন্ট এবং রিটেইলার শপে এই নিয়ম জারি থাকবে।   এলএবাংলাটাইমস/ওএম