লস এঞ্জেলেস

২ দশমিক ৭ বিলিয়ন ডলারের করোনা প্রতিরোধী বিল প্রস্তাব নিউসামের

ক্যালিফোর্নিয়াজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। তাই করোনা মোকাবিলায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের করোনা প্রতিরোধী বিল পাশ করার প্রস্তাবনা জারি করেছেন গভর্নর গেভিন নিউসাম। প্রস্তাবিত অর্থ দিয়ে করোনা টেস্টিং কিট এবং হাসপাতালের কর্মী বৃদ্ধি করার পিছনে ব্যয় করা হবে। একই সাথে যে সব কর্মী অসুস্থ হয়ে যাবে, তাদের বৈতনিক ছুটি আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।   শুক্রবার (৭ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ১০ হাজার এর বেশি করোনা রোগী ছিল। ক্রমবর্ধমানভাবে সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় রাজ্যে করোনা টেস্টের চাহিদা অনেক বেড়ে গেছে, অনেকেই নির্ধারিত সময়ে করোনা পরীক্ষা করাতে পারছেন না। ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের প্রস্তাবনায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করা হবে টেস্টিং এ, টেস্টিং সাইট ও সময়সীমা বাড়াতে খরচ ও স্থানীয় হেলথ ডিপার্টমেন্টে করোনা পরীক্ষার সময়সীমা বর্ধিত করার পিছনে ব্যয় করা হবে। এলএবাংলাটাইমস/ওএম