লস এঞ্জেলেস

সান্তা মনিকায় খোলা হয়েছে নতুন করোনা টেস্টিং সাইট

লস এঞ্জেলেসের সান্তা মনিকায় খোলা হয়েছে আরেকটি করোনা টেস্টিং সাইট। শনিবার (৮ জানুয়ারি ) সকাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এই টেস্টিং সাইটে ১ হাজার ৯২০ জন বাসিন্দা করোনা পরীক্ষা করাতে পারবেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টিতে দৈনিক করোনা শনাক্তের রেকর্ড হওয়ার পর এই সাইট খোলা হয়েছে। ফোর্থ স্ট্রিস্টের নিকট কলোরাডো অ্যাভিনিউ এর ৩০২ ভবনে এই ড্রাইভ-থ্রু টেস্টিং সাইট স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই টেস্টিং সাইট থেকে বাসিন্দারা ২৪ থেজে ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল প্রাপ্তি সাপেক্ষে বিনামূল্যের পিসিআর টেস্ট করাতে পারবে অথবা ৯৫ ডলার পে করে ১৫ মিনিটের অ্যান্টিজেন্ট টেস্ট করাতে পারবে। এছাড়া ১২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রাপ্তি সাপেক্ষে ১৫৫ ডলার দিয়ে পিসিআর টেস্ট করাতে পারবে। তবে বেশিরভাগ গ্রাহকেরই অ্যান্টিজেন্ট টেস্ট এর ইন্সুরেন্স রয়েছে। সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। শুক্রবার একদিনে ৪৩ হাজার ৭১২ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এর পরদিন শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২১৫ জন।   এলএবাংলাটাইমস/ওএম