লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবার দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড!

  লস এঞ্জেলেস কাউন্টিতে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙ্গে আবারো নতুন রেকর্ড হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে শীতকালীন সংক্রমণ হু-হু করে বাড়ছে। রবিবার (৯ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৮৪ জন বাসিন্দা। এছাড়া মারা গেছেন আরও ১৩ জন।   এর আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল শুক্রবার, সেদিন আক্রান্ত হয় ৪৩ হাজার ৭১২ জন। স্বাস্থ্য কর্মীরা জানান, গত ৭ দিনে কাউন্টি জুড়ে ২ লাখ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই ৭ দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। করোনা পরীক্ষার হার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার করোনা পরীক্ষার হার ছিল ২০ দশমিক ৬ শতাংশ। এর আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ এবং আগের সপ্তাহের সোমবার এই হার ছিল ২২ দশমিক ৭ শতাংশ। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১৭ হাজার বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১৮ শতাংশের করোনা পজেটিভ এসেছে। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৩ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ২৭ হাজার ৭৮৫ জন বাসিন্দা। তবে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে কর্তৃপক্ষের ধারণা, কারণ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মৃতের সংখ্যা সঠিকভাবে গণনা করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং হাই-রিস্ক এক্টিভিটি যেমন ইনডোর এক্টিভিটি যেখানে মানুষ দীর্ঘ সময় মাস্ক ছাড়া থাকেন, সেসব এলাকা এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছেন। শনিবার বিবৃতিতে পাবলিক হেলথ কাউন্টি অফিসার বারবারা ফেরের বলেন, ‘সংক্রমণ বাড়ছে আর তাই বাসিন্দা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা পরামর্শ দিচ্ছি। এটি সংক্রমণের হার কমাবে এবং আমাদের নিরাপদে রাখবে’। তিনি বলেন, ‘আমাদের সবার উচিত মেডিকেল গ্রেডের মাস্ক ব্যবহার করা কারণ এটি ওমিক্রনের বিরুদ্ধে অনেক কার্যকরি। একই সাথে যারা মাস্ক ব্যবহার করেন না, দীর্ঘ সময় তাদের পাশে না থাকা নিরাপদ। সংক্রমণ ঠেকাতে সার্জিক্যাল মাস্ক, এন৯৫, কেএন৯৫ এসব মাস্ক ব্যবহার করা উচিত’। এলএবাংলাটাইমস/ওএম