লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারও চালু হচ্ছে বাসের ভাড়া গ্রহণ

প্রায় দুই বছর পর সোমবার (১০ জানুয়ারি) থেকে আবারও লস এঞ্জেলেসবাসীর বাস ভাড়া পরিশোধ করতে হবে। এর আগে ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারির কারণে বাস ভাড়া নেওয়া বন্ধ রাখা হয়। সোমবার থেকে আবারও বাস ভাড়া নেওয়া হবে এবং ওয়ান-ওয়ে ট্রিপের জন্য সেটি নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৭৫ ডলার। এক সংবাদ বিবৃতিতে মেট্রো জানায়, ‘আপনাদের থেকে প্রাপ্ত ভাড়া এই পরিবহণ সিস্টেম চালু রাখতে সহায়তা করে’। এর আগে করোনা মহামারির কারণে যাত্রীদের বাসের পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হতো। তবে এবার থেকে যাত্রীরা চালকের সাথের সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে।    বিবৃতিতে জানানো হয়, রেয়ার-ডোর বর্ডিং ৭২০, ৭৫৪, জি লাইন এবং জে লাইন (সিলভার) এ অব্যাহত থাকবে। মেট্রো লাইনে অল-ডোর বর্ডিং চালু রয়েছে।   বাসের ফ্রি ভাড়া বাতিল হয়ে গেলেও বাসের অনেক যাত্রীদের জন্য ডিসকাউন্টের সুবিধা থাকবে। জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত একদিন, সাতদিন ও ত্রিশদিনের জন্য পাশসহ ভাড়া অর্ধেক করে দেওয়া হবে। এছাড়া বয়োবৃদ্ধ, স্টুডেন্ট ও দরিদ্র শ্রেনীর জন্য বাস ভাড়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম