লস এঞ্জেলেস

মার্কিন কোয়াটারে প্রদর্শিত হতে যাচ্ছে মায়া এঞ্জেলোর ছবি

সর্বপ্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মার্কিন কোয়াটার পয়সাতে প্রদর্শিত হতে যাচ্ছেন কবি ও সমাজসেবক মায়া এঞ্জেলো। সোমবারে (১০ জানুয়ারি) এঞ্জেলোর ছবিওয়ালা কোয়াটারটি বাজারে ছাড়া হয়। মিন্ট ডেপুটি ডিরেক্টর ভেন্ট্রিস গিভসন বলেন, ‘আমাদের রাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ন ভূমিকা পালনকারী নারীদেরকে আমরা এই মুদ্রার মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই। প্রতিটি মুদ্রা তাদের ভূমিকা ও গুরুত্বকে স্মরণ করিয়ে দেবে। মায়া এঞ্জেলো তাঁর শব্দের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন ও সাহস জাগিয়েছেন।' এঞ্জেলো ১৯২৮ সালে মিসৌরিতে  জন্ম নেন। তিনি সিভিল রাইটস মুভমেন্টের সময় মার্টিন লুথার কিং জুনিয়ার ও ম্যালকম এক্সের পাশাপাশি কাজ করেছেন। ২০১০ সালে প্রেসিডেন্ট ওবামা তাঁকে প্রেসিডেন্টাল মেডল অফ ফ্রিডম প্রদান করেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ