লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ওমিক্রনের প্রভাবে বাড়ছে করোনা, একদিনে মৃত ৫৩

লস এঞ্জেলেস কাউন্টিতে ওমিক্রনের প্রভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (১৬ জানুয়ারি) কাউন্টিতে ৪৩ হাজার ৮৮৩ জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই দিনে মারা গেছেন আরও ৫৩ জন। লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শনিবারে রোগী ভর্তি ছিল ৪ হাজার ৩৮৬ জন, রবিবার সেটি বেড়ে হয় ৪ হাজার ৫০৭ জন। একই সাথে জরুরি বিভাগে রোগী ভর্তির সংখ্যা আগের দিনের থেকে ২০ জন বেড়ে এখন আছে ৬২২ জন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ শনিবার এক বিবৃতিতে জানায়, 'সংক্রমণ চরম আকার নিচ্ছে। এটি এখন কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে'। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এর প্রধান বারবারা ফেরের বাসিন্দাদের দ্রুততার সাথে টিকা গ্রহণ করতে, এন৯৫, কেএন৯৫ অথবা কেএফ৯৪ মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। সেই সাথে যদি কোনো সন্দেহ থাকে, তবে অবশ্যই টেস্ট করাতে হবে। শুক্রবার পর্যন্ত লস এঞ্জেলেসের ৮০ শতাংশ আইসিইউ বেড পূর্ণ ছিল। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২২ লাখ ৫৭ হাজার ৫০২ জন বাসিন্দা আক্রান্ত হোন। আর মারা গেছেন ২৮ হাজার ৫৯ জন। আর এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৩০ হাজার বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ২০ শতাংশই করোনা পজেটিভ এসেছে। রবিবারে মোট পরীক্ষার ১৭ দশমিক ৩ শতাংশ বাসিন্দার করোনা পজেটিভ আসে। এলএবাংলাটাইমস/ওএম