লস এঞ্জেলেস

প্রথম নারী ফায়ার সার্ভিস প্রধান পেতে যাচ্ছে লস এঞ্জেলেস

ইতিহাসে প্রথমবারের মতো লস এঞ্জেলেস ফায়ার সার্ভিসের (এলএএফডি) প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন একজন নারী। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেওয়া হবে। নতুন নারী প্রধান হিসেবে নিযুক্ত পেতে যাচ্ছেন ক্রিস্টেন ক্রাউলি। এর আগে তিনি এলএএফডির ডেপুটি চিফ ও ফায়ার মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পুলিশ প্রধান রালফ টেরেযাস শীঘ্র অবসরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র এরিক গারসেটি এবং সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ। ক্রাউলি ২২ বছর ধরে এলএএফডিতে কাজ করে যাচ্ছেন এবং পর্যায়ক্রমে ডেপুটি চিফ এ পদোন্নতি পান। এর আগে ফায়ার ডিপার্টমেন্টের প্রথম ফায়ার মার্শাল হিসেবে তিনি ইতিহাস গড়েন ও দ্বিতীয় নারী হিসেবে ডেপুটি চীফ হোন। এলএবাংলাটাইমস/ওএম