লস এঞ্জেলেস

ইউক্রেন সফরে যাচ্ছেন এন্থনি ব্লিনকেন

মঙ্গলবারে (১৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সাথে বৈঠক করতে ইউক্রেন সফরে যাচ্ছেন। ব্লিনকেন সর্বপ্রথম প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন। পরবর্তীতে, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিট্রো কুলেবার সাথে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের মাধ্যমে ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র নেড প্রাইস জানান, ব্লিনকেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিকা সত্তা রক্ষায় কাজ করবেন।‘ বিগত কয়েক সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মাঝে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়া সেনা মোতায়েন করছে। ইউক্রেন আশঙ্কা করছে যে ২০১৪ সালের মত রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো মধ্যস্থা করার চেষ্টা করলেও তাতে কোন ফলাফল হয়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ