লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গত ২ বছরে খুন বেড়েছে ৯৪ শতাংশ

লস এঞ্জেলেসে গত দুই বছরে খুন এবং চুরির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা বুধবার (১৯ জানুয়ারি) জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২১ সাল-এই দুই বছরে খুন বেড়েছে ৯৪ শতাংশ এবং চুরি বেড়েছে ৫৯ শতাংশ।    

ভিলানুয়েভা বলেন, ‘যারা এই সংখ্যা ক্রমেই বাড়িয়ে তুলছে, তারা অবশ্যই ভুল দিকে যাচ্ছে’। শেরিফ জানিয়েছেন, মহামারির কারণে মূলত এসব অপরাধের সংখ্যা বেড়েই চলছে’। তিনি বলেন, ‘মোট অপরাধের উল্লেখযোগ্য ঘটনার সাথে মহামারির যোগসূত্র রয়েছে। মূলত সোশ্যাল প্যাটার্ন, স্বাভাবিক জীবন যাপনের ছন্দপতন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্রাইম সাইকেল এবং এর সুযোগ বেড়ে গেছে। একই সাথে ঘোস্ট গানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে’।   ভিলানুয়েভা বলেন, মোট অপরাধের ৯৪ শতাংশ খুনের ঘটনা স্বতন্ত্র বা একটার সাথে আরেকটার যোগসূত্র নেই। আমার ধারণা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল থেকে এখানেই সবচেয়ে বেশি এসব অপরাধের সংখ্যা বেড়েছে। এলএবাংলাটাইমস/ওএম