লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ‘অসময়ের’ দাবানল: বন্ধ হাইওয়ে, সরে গেছেন বাসিন্দারা

ক্যালিফোর্নিয়ার মন্টেরে কাউন্টিতে শুরু হয়েছে অসময়ের দাবানল। এতে ওই অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হয়েছে এবং হাইওয়ে ১ বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, ‘অসময়ের পরাবাস্তব এই দাবানল আমাদের অক্টোবর-ডিসেম্বর মাসকে মনে করিয়ে দিচ্ছে’। বিগ সার প্যাসিফিক কোস্টের কাছে শুরু হওয়া এই দাবানলটিকে কলোরাডো ফায়ার বলে আখ্যা দেওয়া হয়েছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৫০০ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বাতাসের কারণে দাবানলটি সাগরের দিকে ধাবিত হতে শুরু করে। বিখ্যাত বিক্সবি ক্রিক ব্রিজের কাছেও আগুনের শিখা দেখা গেছে। জ্যেষ্ঠ বন অফিসার এবং ফায়ার প্রোটেকশন অফিসার মাইক মেডলেস জানান, ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল কোস্টের আশেপাশের ১৩টি এজেন্সির দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।    এনডব্লিউএস বে এরিয়া ব্রাঞ্চ এক টুইটার বিবৃতিতে জানায়, এই অঞ্চলে সাধারণত দাবানলের পূর্ব ইতিহাস নেই। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দীর্ঘমেয়াদী খরা একটি দীর্ঘস্থায়ী অসুখে পরিণত হয়েছে। বৃষ্টি কিংবা ঠান্ডা কোনো কিছুতেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।   মূলত বৈশ্বিকজলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া আগের থেকে অনেক বেশি উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে এবং দাবানলকে আরও বেশি উস্কে দিচ্ছে।     ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। যদি কার্বন নিঃসরণের হার নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই তাপমাত্রা আরও বেড়ে যাবে। এলএবাংলাটাইমস/ওএম