লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে পানশালার বাইরে বন্দুক হামলা: মৃত ২, আহত ১

লস এঞ্জেলেসের সাউথ গেটের একটি পানশালার বাইরে বন্দুক হামলার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) ভোররাতের দিকে এই হামলার ঘটনাটি ঘটেছে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং সাউথ গেট পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টির তদন্ত শুরু করেছে। এক সংবাদ বিবৃতিতে শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, পুলিশের কাছে ৩টা ২১ মিনিটে গোলাগুলির খবর আসে। এই সময় টিউইডি বোলেভার্ডের ৪০০০ ব্লকের কাছে ঘটনাস্থলে পৌঁছায় সাউথ গেট পুলিশ অফিসারের একটি দল।    পুলিশ জানায়, লিল্যান্ড আর ওয়েভার লাইব্রেরির পার্কিং লটে যেয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর টিউইডি বোলেভার্ডের কাছে একটি পানশালাত আরও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ওই ব্যক্তির বয়স ৪১ বছর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিবৃতিতে জানানো হয়, ‘তদন্তকারী দল রিয়ার পার্কিং এর কাছে বাদানুবাদের খবর শুনতে পায়। এর প্রেক্ষিতেই গোলাগুলি শুরু হয়’। এদিকে গুলিতে মৃত দুই ব্যক্তির নাম এবং বয়স এখনো প্রকাশ করেনি পুলিশ। এছাড়া এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে কাউকে চিহ্নিত করা যায়নি। শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ‘এটি গ্যাং-সম্পর্কিত কোনো ঘটনা কী না, সেই বিষয়ে এখনও আমরা নিশ্চিত নই’। কারো কাছে এই বন্দুক হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে শেরিফ ডিপার্টমেন্ট হোমিসাইড ব্যুরোর 323-890-5500 এই নাম্বারে কল করতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম