লস এঞ্জেলেস

ইংল্যাউডে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা: মৃত ৩, আহত ১

ইংল্যাউডে জন্মদিনের হাউজ পার্টিতে পরিকল্পিত বন্দুক হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। মৃতের তালিকায় যার জন্মদিন উদযাপন চলছিল সেই তরুণী ও তার বোন রয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।    লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, নর্থ পার্ক অ্যাভিনিউ এর ১৩০০ ব্লকের দিকে রাত ১টা ৩০ মিনিটে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এই হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিরও মৃত্যু ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী তরুণী ব্রিয়াহনা স্টাইনেস এর জন্মদিন উপলক্ষ্যে একটি হাউজ পার্টির আয়োজন করা হয়েছিল। এই সময় হামলা চালায় বন্দুকধারীরা। এতে স্টাইনেসসহ তার ২৫ বছর বয়েসী বোন মারনেইশা হ্যামিল্টনেরও মৃত্যু হয়। তদন্তকারীরা জানান, ভিকটিমদের মধ্যে একহজন হাউজ পার্টির জন্য বাড়িটি ভাড়া করেছিলেন। এই হামলায় এক ব্যক্তি বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইংল্যাউড মেয়র জেমস টি বাটস জানিয়েছেন, আহত ব্যক্তিটির একাধিক অপরাধজনিত ইতিহাস ও গ্যাং এর সাথে সম্পৃক্ততা রয়েছে। মৃত অপর আরেকজনের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি। বাটস এই ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে ব্যাখ্যা করেছেন। এই হামলার পিছনে একাধিক হামলাকারী জড়িত ছিল এবং ঘটনাস্থল থেকে একটি অ্যাসাল্ট-স্টাইল রাইফেলের বন্দুকের খোসা পাওয়া গেছে। মেয়র জানান, কমপক্ষে একটি হ্যান্ডগান ব্যবহার করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। মেয়র বলেন, ৯০ সালের পর ইংল্যাউডে কোনো একক বাড়িতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা ও মৃত্যুর ঘটনা। এদিকে এই হামলার দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। একই সাথে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। এলএবাংলাটাইমস/ওএম