লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাবনা

ক্যালিফোর্নিয়ার কে-টুয়েলভ শিক্ষার্থীদের ইন-পারসন ক্লাসরুমে অংশগ্রহণ করার জন্য করোনার টিকা গ্রহণের বাধ্যবাধকতা জারির প্রস্তাবনা রেখেছে রাজ্য কর্তৃপক্ষ।   রাজ্য সিনেটর ড. রিচার্ড প্যান সোমবার (২৪ জানুয়ারি) আরটেলা হাই স্কুলে এই আইন প্রণয়নের প্রস্তাবনা রাখেন। এই সময় লস এঞ্জেলেস এবং স্যান দিয়েগোর রিপ্রেজেনটেটিভরা উপস্থিত ছিলেন সেখানে।   এই বিলের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে ইন-পারসন অংশ নেওয়ার জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা হবে। লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর সুপারইন্টেনডেন্ট মেগান রেইলি বলেন, ‘ম্যান্ডেট কাজ করে এবং এর মাধ্যমে জীবন বাঁচে। যারা টিকা নিয়েছে তাদের করোনাজনিত শারীরিক ঝুঁকি অনেক কমে যায়, একই সাথে অন্যদের মাঝে করোনা ছড়ানোর ঝুঁকিও অনেক কমে যায়’। এর আগে ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসাম রাজ্যে শিক্ষার্থীদের জন্য অনুরূপ প্রস্তাবনা জারি করেন। তবে সেটি নিম্ন আদালতে বাতিল হয়ে যায়। এখন রাজ্য কর্তৃপক্ষ অনুরূপ প্রস্তাবনা আবার জারি করতে চাইছে। তবে এই প্রস্তাবনার আওতায় শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সির কারণে টিকা গ্রহণ থেকে বিরত থাকা যাবে। ব্যক্তিগত মতবিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে টিকা গ্রহণ থেকে বিরত থাকা যাবে না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শিশুদের অন্য ইন-পারসন লার্নিং এর অনেক গুরুত্ব এবং যেসব শিধু ইন-পারসন ক্লাস করতে চায়, তাদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে।   এর আগে শিক্ষার্থীদের টিকা বিষয়ে আরেকটি বিল পাশ করা হয়েছে। সেখানে ১২ থেকে বেশি বয়সী শিক্ষার্থীরা অভিভাবকের অনুমতি ছাড়াও টিকা গ্রহণ করতে পারবে। তবে এই দুইটি প্রস্তাবনার বিরদ্ধেই তীব্র মতোবিরোধের সম্ভাবনা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম