লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনায় মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাড়ছে। কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক করোনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। গত বছরের ডিসেম্বরের পর থেকেই নতুন এই ভ্যারিয়েন্টের কারণে করোনায় আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট আরও বেশি মারাত্মক ছিল। ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ঝুঁকি কিছুটা কম থাকে। তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি আরও বেশি প্রাণনাশক হয়ে উঠতে পারে।   লস এঞ্জেলেস কাউন্টিতে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ১০২ জন বাসিন্দা করোনাইয় মারা গেছেন। গত বছরের মার্চের ১০ তারিখের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, মৃতদের মধ্যে ৯০ শতাংশ বড়দিনের পর আক্রান্ত হয়েছিলেন আর ৮০ শতাংশ নিউ ইয়ারের পর আক্রান্ত হয়েছেন। অধিকাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে যারা মারা যাচ্ছেন, তাদের অবস্থা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে শারীরিক অবস্থা এতো দ্রুত খারাপ হয়নি। রবিবার পর্যন্ত গত ৭ দিনে লস এঞ্জেলেসে করোনায় মৃতের গড় দাঁড়িয়েছে ৬১ জনে। ২০২০ সালের বসন্তে করোনার শুরুর দিকের সময়কাল অনুপাতে বর্তমান দৈনিক মৃতের সংখ্যা অনেক বেশি। সে সময় দৈনিক মৃতের গড় ছিল ৫০ জনে।    এলএবাংলাটাইমস/ওএম