লস এঞ্জেলেস

ইউক্রেন আক্রমণ করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন এর উপর সামরিক আক্রমণ চালায়, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা নিয়ে ভেবে দেখা হবে। বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে এর পরিণতি হবে ভয়াবহ। সাউথ-ওয়েস্টার্ন বর্ডারে ইউক্রেনের সীমান্ত ঘেঁষে ইতোমধ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে বড় বড় ওয়েস্টার্ন নেতারা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। এদিকে, তবে রাশিয়া দাবি করছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো মিলে বিষয়টি আরও উস্কে দিচ্ছে এবং অযথাই উত্তেজনা ছড়াচ্ছে। ইউক্রেনে সামরিক হামলা চালানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই। তবে মস্কো ইউক্রেন সীমান্তে সামরিক তোড়জোড় শুরু করেছে। এক লাখ সৈন্য নিয়ে ইতোমধ্যে মহড়া শুরু করেছে রাশিয়ান সেনাবাহিনী।   সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে যদি কোনো সামরিক আক্রমণ করা হয়, তবে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেছেন, ইউক্রেন বর্ডারে রাশিয়া যদি কোনো আক্রমণ চালায়, তবে এর পরিণাম হবে ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে সর্ববৃহৎ বহিঃআক্রমণ। তবে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনে মার্কিন সৈন্যবাহিনী পাঠানোর এখনো কোনো সম্ভাবনা নেই। এলএবাংলাটাইমস/ওএম