লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আবারও চালু হতে পারে সাপ্লিমেন্টাল সিক লিভ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আবারও চালু হতে পারে কোভিড-১৯ সাপ্লিমেন্টাল সিক লিভ বা বৈতনিক ছুটি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং রাজ্যের আইনপ্রণেতারা জানান, কর্মীদের কোভিড-১৯ সংক্রান্ত সিক লিভের বিষয়ে তাঁরা একটি ঐক্যমতে পৌঁছেছেন।    এই ফ্রেমওয়ার্কের আওতায়, কর্মীদের জন্য ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবেতন ছুটির আবেদন গৃহীত হবে। জানুয়ারির ১ তারিখ থেকে অনুপস্থিতি পূর্ববর্তী লিভের সাথে যোগ হবে। যেসব কর্মীদের ২৬ জন বা এর বেশি কর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হোন বা তাদের স্বজনদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত হোন এবং তাকে যদি ওই কর্মীর দেখাশোনা করতে হয়, তবে তিনি দুই সপ্তাহের সাপ্লিমেন্টাল লিভ পাবেন।   এই ফ্রেমওয়ার্কের আওতায় কোনো কর্মী ৪০ ঘণ্টা অ্যাডিশনাল পেইড সিক লিভ পাবেন এবং স্বজনদের দেখাশোনার জন্য আরও ৪০ ঘণ্টা পেইড সিক পাবেন। রাজ্য কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্রন্টলাইন কর্মী যারা ক্যালিফোর্নিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান সচল রাখতে কাজ করে যাচ্ছেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একই সাথে আমাদের নিশ্চিত করতে হবে ব্যবসা এবং অন্যান্য অর্থনৈতিক সেক্টরগুলো যেনো সচল থাকে। বিবৃতিতে জানানো হয়েছে, কর্মীদের সবেতন ছুটি প্রতিষ্ঠানকেই নিশ্চিত করতে হবে। পেইড লিভের বিষয়টি অগ্রিম বাজেট অধিবেশনে আলোচনা হবে। একই দিনে বিজনেস ট্যাক্স ক্রেডিটস নিয়েও আলোচনা হবে। ক্যালিফোর্নিয়ার এর আগেও কোভিড-১৯ সাপ্লিমেন্টাল পেইড সিক লিভ বহাল ছিল তবে সেটি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হয়ে যায়।     এলএবাংলাটাইমস/ওএম