লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গৃহবিবাদের জেরে গুলিতে এক নারীর মৃত্যু

লস এঞ্জেলেসের হেমেটে গৃহবিবাদের জেরে গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। হেমেট পুলিশ ডিপার্টমেন্ট এক সংবাদ বিবৃতিতে জানায়, গ্রিনগ্যাবল লেনের ৩০০০ ব্লকের এক বাড়িতে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যে বাড়িতে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে, সেখানে তখন নয়জন বাসিন্দা ছিল। এর মধ্যে সাতজন পূর্ণবয়স্ক এবং দুইজন শিশু ছিল। পুলিশ জানায়, ২৪ বছরের তরুণী কোরোন লেকেইথ লওই একটি বিষয় নিয়ে বড়দের সাথে বিবাদে জড়িয়ে যায়। ‘বাকবিতণ্ডার এক পর্যায়ে তার হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে ৩০ বছর বয়সী এক নারীর গায়ে সেটি বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পরিবারের অসম্মতিক্রমে নিহত নারীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে গুলি ছোঁড়ার পরপরই লোওই নামের তরুণীটি পালিয়ে যায়। তাকে হত্যাকাণ্ডের দায়ে খুঁজছে পুলিশ। পুলিশ জানায়, ‘এই মুহুর্তে হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে ধরতে উদ্ধার অভিযান শুরু হয়েছে’। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পরপরই ওই বাড়িসহ আশেপাশে তল্লাশী চালানো হয়। পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করেও সেখানে অভিযান চালানো হয় তবে অপরাধীকে ধরা সম্ভব হয়নি। লওই এর সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ৯১১ এ কল করতে অনুরোধ জানিয়েছে পুলিশ। সেই সাথে গৃহবিবাদ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে সার্জেন্ট গ্যাবে গোমেজ এর 951-765-2396 নাম্বারে বা  ggomez@hemetca.gov এই মেইল ঠিকানায় তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম