লস এঞ্জেলেস

ইউক্রেন সীমান্তে সামরিক ড্রিল করছে রাশিয়ান সেনাবাহিনী

ইউক্রেন সীমান্তে সামরিক ড্রিল করার আদেশ দিয়েছে রাশিয়ান সরকার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ক্রেমলিন সেনাবাহিনীকে এই আদেশ দেয়। আদেশ অনুযায়ী, প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ইউক্রেনের সীমান্ত পর্যন্ত মোতায়েনকৃত রুশ সেনাবাহিনী বিভিন্ন প্রকারের সামরিক ড্রিলে অংশ নেবে। এর মধ্যে সাধারণ সেনাসদস্য থেকে শুরু করে বিশেষভাবে প্রশিক্ষণকৃত প্যারাট্রুপাররাও অংশগ্রহণ করবে। ট্যাংক, ড্রোনের পাশাপাশি ভারী সমরাস্ত্রের মহড়াও দিবে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের সীমান্তে মোতায়েনকৃত সেনাসদস্যদেরকে বিশেষভাবে ড্রিলে অংশগ্রহণ করার আদেশ দিয়েছে ক্রেমলিন। রুশ সেনাবাহিনীর এই ড্রিলে তাদের সাথে বেলারুশের সেনাবাহিনীও অংশগ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্তৃক হাই এলার্ট জারি করার পর পর এই সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জানান, রাশিয়ার সার্বভৌমত্বে কোন আঘাত আসলে, রুশ সেনাবাহিনী বসে থাকবে না। এলএবাংলাটাইমস/এমডব্লিউ