লস এঞ্জেলেস

ইউক্রেন ও রাশিয়ার মাঝে যুদ্ধবিরতির ঘোষণা

বুধবারে (২৬ জানুয়ারি) প্যারিসে দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির ব্যাপারে সম্মতি জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। উভয় পক্ষই পূর্ব ইউক্রেনে শর্তহীন যুদ্ধবিরতির ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্যারিসের এলেসি প্যালেসে দীর্ঘ আলোচনার পর এই বিবৃতি আসে। উক্ত আলোচনায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধির পাশাপাশি ইংল্যান্ড ও ফ্রান্সের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে। আলোচনা শেষে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি কোজাক জানান, উভয়পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতি মানা। কিন্তু পূর্ব ইউক্রেন নিয়ে অনেক সমস্যার সমাধান করা এখনো বাকি। ইউক্রেনের প্রতিনিধি এনড্রি ইয়ারমাক জানান, ইউক্রেন সর্বদা যুদ্ধবিরতির পক্ষে ও যুদ্ধ এড়াতে ইউক্রেন সবকিছু করতে প্রস্তুত। ইয়ারমাক জানান, আগামী দুই সপ্তাহ পর পুনরায় বার্লিনে আলোচনা করা হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ