লস এঞ্জেলেস

রাশিয়ার পররাষ্ট্র বিভাগে পত্র পাঠালো যুক্তরাষ্ট্র

বুধবারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন জানান যে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে একটি লিখিত উত্তর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লিখিত পত্রটি রাশিয়ার পররাষ্ট্র বিভাগে মার্কিন এম্বাসেডর জন সালিভান নিয়ে গিয়েছেন। পত্রটিতে মার্কিন যুক্তরাষ্ট্র সর্ম্পকে রাশিয়া যেসকল উদ্বেগ্ন প্রকাশ করেছে তাঁর উত্তর দেওয়া হয়েছে। ব্লিনকেন জানান, পত্রটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অগ্রগতি, সমরাস্ত্র ও পূর্ব ইউরোপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। ব্লিনকেন বলেন, ‘আমরা উক্ত পত্রের মাধ্যমে আমাদের উদ্বেগ্নের বিষয়গুলো রাশিয়াকে জানিয়েছি। এর পাশাপাশি রাশিয়া যেগুলো নিয়ে চিন্তিত, সেগুলোর উত্তরও আমরা দিয়েছি। আশা করি, এর মাধ্যমে আমরা স্থিতিশীলতা, স্বচ্ছতা ও নিয়ন্ত্রন অর্জন করতে পারব।‘ ব্লিনকেন জানান, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ পত্রটি গ্রহণ করেছেন। কয়েকদিনের মধ্যেই ব্লিনকেন ও লাভরভের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ