লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার বনের ৫০০ একর জমি ফিরে পেলো আদিবাসী গোষ্ঠী

ক্যালিফোর্নিয়ার রেডউড ফরেস্টল্যান্ডের ৫০০ একরের বেশি জমির মালিকানা ফিরে পেলো স্থানীয় আদিবাসী এক গোষ্ঠী। ১০০ বছরের বেশি সময় আগে জোরপূর্বক তাদের এই জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। রেডউডস লিগ নামের একটি নন-প্রফিট প্রতিষ্ঠান জানায়, সিঙ্কওনে কাউন্সিল এখন এই জমির মালিক। এই আদিবাসী গোষ্ঠী জমিটির দেওয়ানি অধিকারি। মেন্ডোসিনো কাউন্টির এই বনাঞ্চলটি অ্যান্ডারসোনিয়া ওয়েস্ট নামে পরিচিত। বর্তমানে এটির নাম বদলে হবে 'টে-সি লাই দুন'। সিঙ্গওনে ভাষায় এর মানে 'ফিশ রান প্লেস'। এলএবাংলাটাইমস/ওএম