লস এঞ্জেলেস

স্যান দিয়েগোতে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

নরদার্ন স্যান দিয়েগো কাউন্টির পালোমার অবজার্ভেটরির নিকটে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস টুইটার বিবৃতিতে জানিয়েছে, স্যান দিয়েগোর নর্থ-সাউথ-ওয়েস্ট অঞ্চলে আমরা ভূমিকম্প টের পেয়েছি। অনবরত কম্পনের সাথে বৃহৎ দুইটি ঝাঁকুনি দিয়ে ভূমিকম্পটি শেষ হয়। ইউএসজিএস জানায়, সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। এটির কেন্দ্র ছিল টেমেকুলা থেকে ১৮ মাইল সাউথইস্টে এবং এসকোনডিডোর ১৮ মাইল নর্থইস্টে। প্রাথমিকভাবে এটিকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প বলে মনে হলেও এটি পরবর্তীতে ৪ মাত্রার ভূমিকম্পে নেমে আসে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা কম্পনের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ক্রিস্টেন বোলবোলান নামের এক নারী লিখেন, ‘এটি অ্যালিসো ভিয়েজো থেকেও অনুভূত হয়েছে। বাতিগুলো কাঁপছিল এবং দরজা ঠকঠক করে শব্দ করেছে প্রায় ১৫ সেকেন্ড ধরে’।   এলএবাংলাটাইমস/ওএম