লস এঞ্জেলেস

ন্যাটোর প্রতিরক্ষা সীমা নিয়ে অভিযোগ করলেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী

ন্যাটোর ক্রমবর্ধ্মান প্রতিরক্ষা সীমা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ। তিনি জানান, এই প্রতিরক্ষা সীমা ক্রমে ক্রমে রাশিয়ার দিকে এগিয়ে আসছে। লাভরভ বলেন, ‘তাঁরা নিজেদের সংগঠনকে প্রতিরক্ষামূলক সংগঠন হিসেবে দাবি করে। তাদের প্রতিরক্ষা সীমা সর্বদা পূর্ব দিকেই এগিয়ে আসে। বর্তমানে সেই সীমা ইউক্রেনের পাশে অবস্থান করছে। যদি ইউক্রেন ন্যাটোতে যোগদান করে তাহলে সেটি রাশিয়ার অস্তিত্বের প্রতি হুমকিস্বরুপ।‘ রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইতোমধ্যে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তাঁর মধ্যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আগুনে ঘি ঢালার মত কাজ করবে বলে অনেকেই মনে করছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ