লস এঞ্জেলেস

মাস্ক ছাড়া ছবি তোলায় কড়া সমালোচনার মুখে গারসেটি ও নিউসাম

র‍্যামস গেইমে যেয়ে মাস্ক ছাড়া ছবি তোলায় কড়া সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এবং লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটি।   রবিবার (৩০ জানুয়ারি) সোফি স্টেডিয়ামে র‍্যামস এবং স্যান ফ্র্যান্সিসকো ৪৯ইআরএস এর মধ্যকার এনএফসি টাইটেল গেইমে দর্শক হিসেবে উপস্থিৎ ছিলেন গভর্নর ও মেয়র। সেখানে ম্যাজিক জনসনের সাথে মাস্ক ছাড়া ছবি তোলেন তারা। পরে সেগুলো জনসন টুইটারে শেয়ার করার পর কড়া সমালোচনার মুখে পড়েন তারা। ছবিতে স্যান ফ্যান্সিসকো মেয়র লন্ডন ব্রিডের ছবিও ছিল।    ছবিতে দেখা যায়, এদের মধ্যে কারোর মুখেই কোনো মাস্ক নেই। তবে মেয়র গারসেটির হাতে মাস্ক ধরে থাকতে দেখা যায়।   টুইটারে ছবি প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন তারা। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটর মেলিসা মেলেন্দেজ নিউসাম এবং গারসেটির সমালোচনা করে টুইটারে লিখেন, ‘বাচ্চাদের স্কুলে জোর করে সারাদিন মাস্ক পড়তে বাধ্য করা হচ্ছে। একদিন তাদের মধ্যে থেকে কেউ মেয়র বা গভর্নর হবেন, তখন তারাও অন্যের উপর জারিকৃত নিয়ম নিজেরা মানতে চাইবে না’। পরে সোমবার (৩১ জানুয়ারি) নিউসাম এবং গারসেটি দুইজনেই বিবৃতিতে জানান, খেলা চলাকালীন পুরো সময় তারাঁ মুখে মাস্ক পরিহিত ছিলেন। শুধুমাত্র ছবি তোলার সময়ই মাস্ক খুলে ছবি তুলেছি।   নিউসাম সোমবার বলেন, ‘আমি গতকাল খুবই বিচক্ষণ ছিলাম’। তিনি বলেন, ‘আমার ছবিটি লক্ষ্য করুন। ম্যাজিক আমার সাথে ছবি তোলার সময় আমি মাস্ক খুলে রাখি এবং পরবর্তী সময়ে আমি আবারও মাস্ক পড়ি’। গারসেটির মুখপাত্র জানান, ‘তিনি খেলা চলাকালীন সময় মাস্ক পড়েছিলেন। পরে কয়েকটি ছবি তুলেই তিনি আবার মাস্ক পড়েন’।   এলএবাংলাটাইমস/ওএম