লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত

লস এঞ্জেলেস এলাকায় অনুভূত হয়েছে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে এই ভূকম্পনের ঘটনাটি ঘটেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, সকাল ৯টা ২৬ মিনিটে ডাউনটাউন লস এঞ্জেলেসের ১০ মাইল অদূরবর্তী সাউথইস্টে কুদাহি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়।   ভূতত্ত্ববিদ লুসি জোনস টুইটারে জানান, ভূমিকম্পের গভীরতা ছিল ৮ দশমিক ৭ মাইল। এটি বেশ গভীর ও তীব্র ছিল। এটি সম্ভবত লস এঞ্জেলেস বেসিনের আশেপাশে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। জানা গেছে, ইউএসজিএস এর ওয়েবসাইটে শত-শত মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে। এদের বেশিরভাগই বৃহৎ লস এঞ্জেলেস অঞ্চলের বাসিন্দা।   ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভূমিকম্পটি মিশন ভিয়েজো, সান্তা ক্লারিতা, অক্সনার্ড এবং ফন্টানা পর্যন্ত অনুভূত হয়েছে। তবে এই ভূকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি। এলএবাংলাটাইমস/ওএম