লস এঞ্জেলেস

ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতির ব্যাপারে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭টি দেশে পাওয়া গিয়েছে। নতুন এই সাব-ভ্যারিয়েন্টটি ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাঁর সাপ্তাহিক প্রেস কনফারেন্সে এই সাব ভ্যারিয়েন্টের কথা জানায়। এই সাব- ভ্যারিয়েন্টটিকে BA.2 বলে অভিহিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গিয়েছে, এই সাব-ভ্যারিয়েন্টকে ধরা পূর্বের চেয়ে কঠিন হয়ে পড়েছে এবং এর সংক্রমনের হার অন্যান্য সাব ভ্যারিয়েন্টের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত ক্ষেত্রের মুখপাত্র মারিয়া ভান কার্কহোভ জানান, BA.2 সাব-ভ্যারিয়েন্টটি BA.1 অরিজিনাল ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক। কিন্ত, এটি পূর্বের চেয়ে মারাত্মক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থা। এলএবাংলাটাইমস/এমডব্লিউ