লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে অনলাইনে ফাঁদ পেতে ৫০ গাড়ি চুরি

অরেঞ্জ কাউন্টিতে অনলাইন জালিয়াতির মাধ্যমে গত গ্রীষ্মকাল থেকে এখন পর্যন্ত কয়েক ডজন গাড়ি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। দ্য অরেঞ্জ কাউন্টি অটো থেফট টাস্ক ফোর্স প্রতারকদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট রায়ান অ্যান্ডারসন বলেন, গত বছরের জুলাই থেকে এই জালিয়াতি শুরু হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত আমাদের কাছে অন্তত ৫০টি গাড়ি চুরির রিপোর্ট এসেছে।   টাস্টিন পুলিশ জানায়, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের জুরিসডিকশন এলাকা থেকে ১৫টি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। সান্তা আনা পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে গাড়ি চুরির দায়ে একজনকে আটক করা হয়েছে। অ্যান্ডারসন জানান, মানুষ এখন অর্থনৈতিক প্রয়োজনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সুবিধা নিয়েই অনলাইনে তাদের প্রতারণার ফাঁদে ফেলছে গাড়ি চোরেরা। অ্যান্ডারসন জানান, ‘প্রতারকরা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের বিজ্ঞাপন দেয় ও অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার জন্য ৫ হাজার ডলার পর্যন্ত প্রস্তাব করে’। মূলত স্প্যানিশ-স্পিকিং কমিউনিটির বাসিন্দাদের লক্ষ্য করেই গাড়ি চুরির ঘটনা বেশি হচ্ছে। মূলত প্রতারণার শিকার ব্যক্তির গাড়ি দিয়ে পরিবহণের নাম করে গাড়ি নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। সার্জেন্ট অ্যান্ডারসন জানান, ‘গাড়িতে বেশকিছু ক্যাশ ও অন্যান্য পণ্য তোলা হয়। এরপর এক ঘণ্টার কথা বলে গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় প্রতারকরা’। মূলত এসইউভি, ট্রাক এবং অন্যান্য দামি বাহন চুরিই প্রধান লক্ষ্য থাকে এই প্রতারক চক্রের। এলএবাংলাটাইমস/ওএম