লস এঞ্জেলেস

রিভারসাইড ও অরেঞ্জ কাউন্টিতে ভূমিকম্প অনুভূত

রিভারসাইড এবং অরেঞ্জ কাউন্টিতে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রিভারসাইড কাউন্টির টেমেসকাল ক্যানইয়নে। এটি অরেঞ্জ কাউন্টির টারবুকো ক্যানইয়নের আট মাইল উত্তর-পূর্ব দিকে অবস্থিত।   ভূমিকম্পটি বিকাল ৩টা ২৪ মিনিটে অনুভূত হয়েছে এবং এর গভীরতা ছিল ৬ দশমিক ৫ মাইল। ইউএস জিওলজিক্যাল সার্ভে এই তথ্য জানিয়েছে।   ভূমিকম্পের ঘটনায় ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। আনিতা অভিয়েডো নামের এক ফেসব্যক ব্যবহারকারী জানান, ‘এটি আমার বাড়িকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। মনে হয়েছে এটি আমাদের বাড়ির নিচেই অনুভূত হয়েছে’।   জেনিফার মাইনর জানান, ‘এটি অনুভব করিনি কিন্তু আমরা এর তীব্রতা শুনতে পেয়েছি। মনে হয়েছে কেউ আমাদের বাড়িকে ধরে আছড়ে ফেলেছে’। রিভারসাইডের পুরোটা জুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। এলএবাংলাটাইমস/ওএম