লস এঞ্জেলেস

কানাডার অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়: ব্রুস হেম্যান

কানাডায় ট্রাক চালকদের চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত না বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ব্রুস হেম্যান। শনিবার (৫ ফেব্রুয়ারি) এক টুইটের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করার জন্য কানাডায় ট্রাকচালকরা বিক্ষোভ করছে। এরই মাঝে গোফান্ডমি নামক প্লাটফর্মের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের শতাধিক নাগরিক ৯০ লাখ ডলার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অনুদান দিয়েছেন। এটিকে অবৈধ বলে দাবি করেছেন প্রাক্তন রাষ্ট্রদূত ব্রুস হেম্যান। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কোন গোষ্ঠীর উচিত নয় কানাডায় চলমান কোন বিক্ষোভ বা বিক্ষিপ্ত কর্মকাণ্ডে অর্থ বা সাহায্য প্রেরণ না করা’। ব্রুস হেম্যান প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অংশ ছিলেন। গোফান্ডমি ইতোমধ্যে জানিয়েছে এই অর্থ তারা কোনপ্রকার বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে অনুদান হিসেবে যেতে দিবে না। তারা এই অর্থকে অন্যান্য সেবামূলক কাজে ব্যবহার করবেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ