লস এঞ্জেলেস

ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাদ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য আগামী সপ্তাহ থেকে ইনডোরে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তবে স্কুলগামী শিশুদের জন্য এই মাস্ক ব্যবহারের নির্দেশনা বহাল থাকবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্টেট হেলথ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়ে বলেন, ওমিক্রনের সংক্রমণ কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    তবে যারা টিকা গ্রহণ করেননি, ১৫ ফেব্রুয়ারির পরেও তাদের ইনডোর স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন গণপরিবহন, নার্সিং হোম এবং জমায়েতপূর্ণ স্থানে সবাইকেই মাস্ক ব্যবহার করতে হবে।    তবে স্থানীয় সরকার চাইলে তাদের ইচ্ছা অনুযায়ী ইনডোর স্থানে মাস্ক ব্যবহারবিধি চালু রাখতে পারবে। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে তারা ইনডোর মাস্ক ব্যবহারবিধি আরও কিছুদিন বহাল রাখবে। রাজ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইনডোর মেগা ইভেন্টসগুলোতে ১ হাজারের বেশি বাসিন্দা জমায়েত হলে অংশ্রগহণকারীদের অবশ্যই টিকা গ্রহণ করা থাকতে হবে। তবে যারা টিকা গ্রহণ করবেন না, তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে আর মাস্ক ব্যবহার করতে হবে। তবে আউটডোর ইভেন্টসের জন্য এই ধরণের কোনো নির্দেশনা দেওয়া নেই। এলএবাংলাটাইমস/ওএম