লস এঞ্জেলেস

মেয়র গারসেটির বিরুদ্ধে শপথ ভঙ্গের মামলা দায়ের সাবেক নারী সহকর্মীর

মেয়র এরিক গারসেটির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন তাঁরই সাবেক এক নারী মুখপাত্র। মেয়রের বিরুদ্ধে লোকাল, স্টেট এবং ফেডারেল প্রসিকিউটরের কাছে দায়ের করা অভিযোগে সাবেক ওই মুখপাত্র দাবি করেন, সাবেক এক দাতার যৌন হয়রানির বিষয়ে অবগত থাকলেও গারসেটি সেটি সবসময় অস্বীকার করে গেছেন।    মেয়রের সাবেক মুখপাত্র নাওমি সেলিগম্যানের হয়ে অলাভজনক একটি আইন সহায়তাকারী সংস্থা গত সপ্তাহে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস, দ্য ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল অফিস এবং লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকন বরাবর ৩১ পৃষ্ঠার এক অভিযোগপত্র দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, গারসেটি তাঁর সাবেক ডেপুটি চিফ অব স্টাফ রিক জ্যাকবস এর বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ ধামাচাপা দিয়েছেন ও মিথ্যাচার করেছেন।    সেলিগম্যান জানান, তিনি আশা করছেন যে মেয়র এরিক গারসেটির বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করা হবে। কারণ তিনি শপথ ভঙ্গ করেছেন এবং ইউএস সিনেটকে অবমাননা করেছেন। অভিযোগকারী আশা করছেন, এই অভিযোগের ফলে একটি রাজনৈতিক প্রভাব পড়বে এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার পদ বাতিল বা স্থগিত করা হবে।   সিনেটের অর্ধেকের বেশি সদস্যের কাছে এই অভিযোগ জানানো হয়েছে। সেলিগম্যানের আইনজীবী জানান, তিনি ক্যালিফোর্নিয়া স্টেট পার্সোনাল বোর্ড, দ্য লস এঞ্জেলেস সিটি এথিকস কমিশন এবং দ্য ক্যালিফোর্নিয়া স্টেট অডিটরস অফিসের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম