লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত বৈতনিক ছুটির বিল পাশ

ক্যালিফোর্নিয়ার কর্মীদের জন্য কোভিড-১৯ সাপ্লিমেন্টাল পেইড সিক লিভের সময়সীমা বর্ধিত করেছেন গভর্নর গেভিন নিউসাম। বুধবার (৯ ফেব্রুয়ারি) বে এরিয়াতে এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন তিনি।  এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা কর্মীদের জন্য এই বিলটি পাশ করেন। এই বিলের আওতায়, কোনো কর্মী বা তার স্বজন যদি করোনায় আক্রান্ত হোন তবে তিনি দুই সপ্তাহের বেশি বৈতনিক ছুটি পাবেন।  যেসব প্রতিষ্ঠানে ২৬ জন বা এর বেশি কর্মী রয়েছে, তাদের জন্য এই আইনটি প্রযোজ্য হবে। ক্যালিফোর্নিয়ায় গতবছরও এই আইনটি জারি ছিল। তবে গত বছরের সেপ্টেম্বর মাসে আইনটির সময়সীমা শেষ হয়ে যায়। নতুন এই আইনটির কার্যকারিতা জানুয়ারির ১ তারিখ থেকে নির্ধারণ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া চতুর্থ রাজ্য হিসেবে কর্মীদের জন্য এই ধরণের আইন পাশ করিয়েছে। ন্যাশনাল কনফারেন্স অব স্টেট লেজিসলেচার সূত্র জানিয়েছে, ম্যাসাচুসেটস, কলোরাডো এবং নিউ ইয়র্কে এই ধরণের আইন ইতোমধ্যে বহাল রয়েছে। এছাড়া আরও পাঁচটি রাজ্য যেমন নেভাদা, নিউ জার্সি, অরেগন, রোডে আইল্যান্ড এবং ওয়াশিংটনে বৈতনিক ছুটির আইন জারি আছে। তবে এটি পুরোপুরি কোভিড-১৯ সংক্রান্ত ছুটি নয়।    ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, ‘এটি এমন এক আইন যা সবাইকে সাহায্য করবে’। তিনি বলেন, ‘এই আইনের মাধ্যমে কর্মী, তাদের স্বজন ও ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। আশা করি শীঘ্র সিটি এবং কাউন্টিগুলোও একই ধরণের পদক্ষেপ গ্রহণ করবে’। এলএবাংলাটাইমস/ওএম