লস এঞ্জেলেস

‘লস এঞ্জেলেসে শিশু ও শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বাড়ছে’

সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতার হার অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে দ্য লস এঞ্জেলেস স্কুল পুলিশ ডিপার্টমেন্ট (এলএএসপিডি) । বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা তাদের বাড়ির কাছেই কিংবা স্কুল থেকে আসা-যাওয়ার পথে এসব সহিংসতার শিকার হচ্ছে। এলএএসপিডি’র সার্জেন্ট রুডি পেরেজ বলেন, শিশুরা সহিংস আক্রমণের শিকার হচ্ছে এবং এটি আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাচ্ছে। কারণ শিশুদের লক্ষ্য করে আক্রমণ চালানো অনেক সহজ।   পেরেজ বলেন, ‘তারা পাল্টা আক্রমণ করতে পারে না। শিক্ষার্থীদের প্রতি সহিংসতার হার তাই অনেক বেড়েই যাচ্ছে’। পুলিশ জানায়, মঙ্গলবার লস এঞ্জেলেসের ওয়েস্টসাইডের হ্যামিল্টন হাই স্কুলের এক শিক্ষার্থীকে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এরপর শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে।    এদিকে, ফেব্রুয়ারির ২ তারিখ মেলরোজ অ্যাভিনিউ-এর সার্ভিলেন্স ক্যামেরায় দেখা যায় দুই বোনকে দুর্বৃত্তরা আটকে তাদের ফোন ও অলঙ্কার লুটে নিয়েছে। পেরেজ জানায়, এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে। আরও বারোটির বেশি এই ধরণের ঘটনার রিপোর্ট তাদের কাছে রয়েছে। তিনি বলেন, এসব আক্রমণ ও সহিংসতা প্রতিহত করতে ‘কমিউনিটি এপ্রোচ’ প্রয়োজন ও এই ধরণের পদক্ষেপ আরও বাড়াতে হবে। পেরেজ বলেন, ‘অভিভাবক এবং স্কুল কমিইউনিটি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপদ একটি সংস্কৃতি গড়ে তোলা এবং জবাবদিহি নিশ্চিত করা। পেরেজ বলেন, ‘শিক্ষার্থীদের সহিংসতার শিকার আমরা হতে দিতে পারি না’। এলএবাংলাটাইমস/ওএম