লস এঞ্জেলেস

বৃহদাকার ভালুক ‘হ্যাংক দ্য ট্যাংক’কে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ার বৃহদাকার ভালুক ‘হ্যাংক দ্য ট্যাংক’ এর তোলপাড়ে চালিয়েছে লেক টাহোই এর বেশ কয়েকটি বাড়িতে। ফলে ক্যালিফোর্নিয়া পুলিশ ভালুকটিকে খুঁজছে।     হ্যাংক দ্য ট্যাংক অন্যান্য ভালুকগুলোর তুলনায় বেশ বড়। ভালুকটির গড় ওজন ২২৭ কেজি। অন্যান্য ভালুক শীতকালীন নিদ্রায় গেলেও এই ভালুকটি এটি এড়িয়ে যায় খাদ্যের জন্য। কর্তৃপক্ষ জানায়, মানুষদের আশেপাশে বন্য প্রাণীর আনাগোনা বেড়ে গেছে। ফলে এদের জন্য যন্ত্রনাহীন মৃত্যুর পদক্ষেপ নেওয়া হতে পারে। ওয়াইল্ডলাইফ গ্রুপগুলোর দাবি, এদের স্থানান্তরিত করে অভয়ারণ্যে রাখা উচিত। মূলত ক্ষুধার্ত অবস্থায় বিভিন্ন বাড়িতে হামলা চালানোর জন্য খ্যাত বলেই ভালুকটির নাম রাখা হয়েছে হ্যাংক দ্য ট্যাংক। স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যাডভোকেসি গ্রুপ দ্য বিয়ার লীগ জানায়, ট্যাংকের এতো বিশালাকার কারণ মানুষের খাবারের প্রতি তার অনেক ঝোঁক রয়েছে। গত ছয় মাসে হ্যাংক দ্য ট্যাংকের বিরুদ্ধে ১৫০টি অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ। প্রায় ৪০টি বাড়িতে সে অনুপ্রবেশ করে এবং বেশ ক্ষয়ক্ষতি ঘটায়। এলএবাংলাটাইমস/ওএম