লস এঞ্জেলেস

ভেনচুরা কাউন্টিতে ৪ মাত্রার ভূমিকম্প

ভেনচুরা কাউন্টির সান্তা পাওলা শহরের পাঁচ মাইল উত্তর-পশ্চিমে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ৫টা ৪৮ মিনিটের দিকে এই ভূকম্পনটি হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) । ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ মাইল। কম্পনটি পুরো ভেনচুরা কাউন্টিসহ লস এঞ্জেলেসের কিছু অংশে অনুভূত হয়েছে।   তবে ভূমকম্পের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এটি ৩ দশমিক ৯ মাত্রার মনে হলেও পরে পরিমাপ করে দেখা যায় এটি ৪ মাত্রার ভূকম্পন।    ভূমিকম্পের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কিত প্রতিক্রিয়া জানান অত্র অঞ্চলের বাসিন্দারা। জেনিফার ডিয়ানে নামের একজন বাসিন্দা লিখেন, ‘ইস্ট ভেনচুরায় বেশ জোরেসোরে এটি অনুভূত হয়েছে। তিনটি বড় ঝাঁকুনি হয়েছে এবং কম্পন হয়েছে’। এলএবাংলাটাইমস/ওএম