লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় লিথিয়াম খননে ৩৫ মিলিয়ন ডলারের অনুদান

ক্যালিফোর্নিয়াতে লিথিয়াম খননের জন্য ৩৫ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত প্রাকৃতিক সম্পদের জন্য চীনের ওপর থেকে মার্কিন নির্ভরতা কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবারে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য নির্ভরশীল ভবিষ্যত গড়তে হলে চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে হবে’। ক্যালিফোর্নিয়ার গর্ভনর গেভিন নিউসাম এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি জানান, রাজ্যের অনেক জায়গাতেই লিথিয়াম বা ‘হোয়াইট গোল্ড’ খনন করা যাবে। নিউসাম বলেন,’ ইম্পেরিয়াল ভ্যালিকে আমরা লিথিয়ামের সৌদি আরব বলি। এটি অভূতপূর্ব অর্থনৈতিক সুযোগ’।

লিথিয়াম খননের জন্য প্রাথমিকভাবে সালটন সি এবং ইম্পেরিয়াল ভ্যালিকে নির্ধারণ করা হয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ