সান দিয়েগোর এক সরকারি কেন্দ্রে পেঁয়াজের শিপমেন্ট মধ্য থেকে ৩ মিলিয়ন ডলার মূল্যের মেটাফেটামিন জব্দ করা হয়েছে।
ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকসন জানায়, পেঁয়াজের শিপমেন্ট থেকে ১ হাজার ২০০টি ছোট প্যাকেটে মেটাফেটামিন জব্দ করা হয়েছে।
শিপমেন্টটির চালক একজন ৪৬ বছর বয়সী মেক্সিকান নাগরিক। তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মাদক চোরাচালনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
জব্দকৃত মেটাফেটামিনের পরিমাণ প্রায় ৬০৬ কিলোগ্রামের মত। পুলিশ জানায়, মাদকের মূল্য প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন ডলারের মত।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
এলএবাংলাটাইমস/এমডব্লিউ