লস এঞ্জেলেস

মালিবুতে সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৬

ক্যালিফোর্নিয়ার ক্যানইয়ন রোডে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি ঘটে এবং এরপরই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৮টা ৩০ মিনিটের দিকে মালিবুর উত্তরে সান্তা মনিকা মাউন্টেনের ইউনিনকর্পোরেটেড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় ২০ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে চারজন এবং আরও দুইজন মৃদু হতাহত হয়েছে। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মালিবু ক্যানইয়ন রোড বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা হতাহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এলএবাংলাটাইমস/ওএম