লস এঞ্জেলেস

সান্তা বারবারা উপকূলে হাঙ্গরের হামলায় আহত ১

সান্তা বারবারা কাউন্টির স্যান মিগুয়েল আইসল্যান্ডের উপকূলীয় অঞ্চলে হাঙ্গরের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনাটি ঘটেছে। কোস্ট গার্ড পেটি অফিসার এইডান কুনি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জানান যে আহত ব্যক্তিকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তিগত তথ্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য প্রকাশ করেননি। সেই সাথে ওই ব্যক্তির নাম-ঠিকানা, বয়স বা পেশা সম্পর্কেও কোনো কিছু জানানো হয়নি। এইডান কুনি বলেন, ‘ওখানে হাঙ্গরের হামলা হয়েছে। আমরা এক ব্যক্তিকে হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। আমরা শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে একটি ফোনকলের মাধ্যমে এই ঘটনা জানতে পারি। এরপর ১২টা ৪৪ মিনিটে আমাদের হেলিকপ্টার সেখানে পৌঁছে। সেখান থেকে ওদের উদ্ধার করে সান্তা বারবারা কটেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।    তবে এই হামলাটি কীভাবে হয়েছে এবং ঠিক কোথায় হয়েছে, সেটি নিয়ে কোনো বৃত্তান্ত প্রকাশ করেননি তিনি। বর্তমানে আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থা কেমন, সেই সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।    এলএবাংলাটাইমস/ওএম