ইউক্রেনের জন্য ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার সাহায্যের অনুমোদন দিয়েছে ইউএস কংগ্রেস।
বুধবারে (৯ মার্চ) হাউস অফ রিপ্রেজেন্টিভে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বাজেট পাশ করা হয়েছে। বাজেটটি সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। বিগত সপ্তাহেই, হোয়াইট হাউজ কংগ্রেসকে ইউক্রেনের জন্য আর্থিক সাহায্যের অনুমোদন দিতে অনুরোধ করে। তারই পরিপ্রেক্ষিতে, এই সিন্ধান্ত নিয়েছে ইউএস কংগ্রেস।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানান, এই অংকের ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার পেন্টাগনের কাছে যাবে সামরিক সাহায্যের জন্য এবং ৬ দশমিক ৭ বিলিয়ন যাবে শরনার্থীদের সাহায্যে। পেলোসি ইঙ্গিত দেন যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো সাহায্য করবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ