লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রে ১ বছরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯ শতাংশ

বিগত এক বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ। ১৯৮২ সালের পর এটিই সর্বোচ্চ মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার। বৃহস্পতিবারে শ্রম বিভাগের এক রিপোর্টে মুদ্রাস্ফীতি সম্পর্কে এই তথ্য পাওয়া গিয়েছে। উক্ত তথ্য আগের বছরের ফেব্রুয়ারি থেকে এই বছরের ফেব্রুয়ারির তথ্য পরিচালনা করে পাওয়া গিয়েছে। এর মধ্যে রাশিয়ার আক্রমনের কারণে গ্যাস এবং তেলের মূল্য-বৃদ্ধির তথ্য ধরা হয়নি। এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ০ দশমিক ৮ শতাংশ মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই দ্রবমূল্যের উর্ধগতি এবং গ্রাহকদের অত্যাধিক খরচ করার প্রবণতার কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছিলো। এর সাথে চাহিদার তুলনার যোগানের পরিমাণ কম হওয়ায় মুদ্রাস্ফীতি আরো বৃদ্ধি পেয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ