ম্যানহাটনের জাদুঘর ‘মিউজিয়াম অব মডার্ন আর্ট’ এর ভিতরে দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাদুঘরের এক সদস্যের মেম্বারশীপ বাতিলের পর এই হামলা চালায় ওই ব্যক্তি।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ৬০ বছর বয়স্ক ওই ব্যক্তি জাদুঘরে প্রবেশ ল্প্রতে চাইলে রিসিপশন ডেস্ক থেকে মানা করা হয়। পরে অতর্কিতভাবে ওই ব্যক্তি ওখানের নারী এক কর্মীর ওপর ছোঁড়া হাতে ঝাঁপিয়ে পড়ে এবং পিঠে আঘাত করে। এরপর আরেক পুরুষ কর্মীকে বাম কাঁধে আঘাত করে।
নিউ ইয়র্ক ডেপুটি কমিশনার জন মিলার জানান, শুক্রবার জাদুঘর কর্তৃপক্ষ ওই ব্যক্তির বাড়িতে সদস্যপদ বাতিলের চিঠি পাঠায় ।
তিনি বলেন, ‘হামলাকারী এখানের কর্মীদের পরিচিত। এটি কোনো সাধারণ হামলা বলে মনে হচ্ছে না’।
আহত দুইজনকেই উদ্ধার করে বেল্লেভুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের দুইজনের বয়সই ২৪ বছর এবং বর্তমানে এদের অবস্থা স্থিতিশীল।
মিলার জানান, হামলাকারী হামলার পরেই জাদুঘর ছেড়ে পালিয়ে যায় এবং ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। সর্বশেষ খবর অনুসারে, পুলিশ এখন হামলাকারীকে খুঁজছে এবং এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
মিলার জানায়, কর্তৃপক্ষ ওই ব্যক্তির অসংলগ্ন আচরণকে কেন্দ্র করে সম্প্রতি সদস্যপদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত জানায়।
কর্তৃপক্ষ হামলার পর রবিবার জাদুঘর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
মিউজিয়াম অব ম্যানহাটন ১৯২৯ সালে প্রথম চালু করা হয় এবং এটি নিউ ইয়র্কের বিখ্যাত একটি জাদুঘর। ম্যানহাটন মিডটাউনের ৫৩ স্ট্রিটে এর অবস্থান।
এলএবাংলাটাইমস/ওএম