লস এঞ্জেলেস

টেক্সাসের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর পক্ষে সুপ্রিম কোর্টের রায়

টেক্সাসের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জন হেনরি রেমিরেজ এর দায়ের করা রিলিজিওস রাইটস মামলায় রেমিরেজ এর পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রেমিরেজ এর মৃত্যুদণ্ড ২০২১ সালে কার্যকর হওয়ার কথা ছিল। তবে রেমিরেজ দাবি করেন, মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে তখন তার পাদ্রীকে রেমিরেজের এর কপালে হাত রেখে ধর্মীয় বাণী বলার সুযোগ দিতে হবে। তবে টেক্সাস কর্তৃপক্ষ তখন দাবি নাকচ করে দেন। পরে রেমিরেজ উচ্চ আদালতের দারস্থ হোন ও টেক্সাস রাজ্যের বিরুদ্ধে আইনী লড়াই-এ নামেন। সুপ্রিম কোর্ট মামলাটি বিবেচনা করে বৃহস্পতিবার রেমিরেজ এর পক্ষে রায় দেয়। সুপ্রিম কোর্টের ৮ জন বিচারপতি  রেমিরেজের পক্ষে রায় দিয়েছেন এবং ১ জন তার বিপক্ষে রায় দিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম