লস এঞ্জেলেস

শিশু যৌন নির্যাতনের অভিযোগে শেরিফ ডেপুটি আটক

শুক্রবারে (০৮ এপ্রিল) লস এঞ্জেলস কাউন্টি শেরিফের এক ডেপুটিকে শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারে ডেপুটি সিন এসেক্সকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিশুর সাথে জোরপূর্বকভাবে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এসেক্সের বিরুদ্ধে অভিযোগটি লস এঞ্জেলস কাউন্টি সাসপেক্টেড চাইল্ড এভিউজ রিপোর্ট সিস্টেম থেকে এসেছে। পরবর্তীতে, অভিযোগটি শেরিফের বিভাগের অভ্যন্তরীণ অপরাধ তদন্ত ব্যুরো তদন্ত করে। শেরিফের বিভাগ এক বিবৃতিতে বলে,’আমরা আশা করি আমাদের বিভাগের সকল সদস্য সর্বোচ্চ নীতিবান অবস্থান বজায় রাখবে। বিভাগের যেসকল সদস্যরা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হবে, তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এলএবাংলাটাইমস/এমডব্লিউ