লস এঞ্জেলেস

রাশিয়া এবং বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি

শুক্রবারে (০৮ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া এবং বেলারুশের বিরুদ্ধে নতুন দুটি নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যকে মার্কিন প্রশাসন চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের জন্য দায়ী রাশিয়াকে চাপ দিচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ। প্রথম বিলের মাধ্যমে রাশিয়া এবং বেলারুশের সাথে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এর কারণে আমদানি-রপ্তানি সম্পর্কে উচ্চ অংকের টারিফ আরোপ করা হবে। অপর বিলটির মাধ্যমে রাশিয়া থেকে শক্তি এবং জ্বালানী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উক্ত বিলদুটি কংগ্রেসে অভাবনীয় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাশ হয়। প্রথম বিলটি ৪২০-৩ ভোট এবং দ্বিতীয়টি ৪১৩-৯ ভোটের ব্যবধানে পাশ হয়েছে। শুধুমাত্র রিপাবলিকান দলের সদস্য মার্জরি টেইলর গ্রীন, থমাস মেসে এবং ম্যাট গ্যাটজ উভয় বিলের বিরোধিতা করেছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ