লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া রাজ্যের সাপ্তাহিক কর্মসময়ের মধ্যে আসছে আমূল পরিবর্তন

ক্যালিফোর্নিয়া রাজ্যে সাপ্তাহিক কর্মসময়ের মধ্যে আসছে আমূল পরিবর্তন। নতুন এক বিলের মাধ্যমে সাপ্তাহিক ৪০ ঘণ্টা কর্মসময়কে কমিয়ে ৩২ ঘণ্টায় আনার কথা ভাবছেন রাজ্যের আইনপ্রণেতারা। তাদের মতে, এর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। এসেম্বলি বিল ২৯৩২ মোতাবেক, যদি কোন কর্মী সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করে তাহলে বাকি ৮ ঘণ্টার জন্য তাঁকে বাড়তি পারিশ্রমিক দিতে হবে। বিলটি ৫০০ কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কার্যকর হবে। এসেম্বলিমেম্বার ক্রিশ্চিনা গার্সিয়া রাজ্যের আইনসভায় বিলটি উপস্থাপন করেন। যদিও বিলটি মাত্রই উপস্থাপন করা হয়েছে, তবে ইতোমধ্যে এটি মানুষের মাঝে গুঞ্জন তৈরি করেছে। লোয়োলা মোরমোন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জোনাথন হ্যারিস জানান, এই নতুন বিল একটি নতুন শ্রম বিপ্লবের সূচনা করতে পারে। তিনি বলেন,’ আমরা পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম আন্দোলনের যুগে ফিরে যাচ্ছি। ১৯৩৮ সালে পাশকৃত ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড এক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত ৪০ ঘণ্টা কর্মসময় একটি ধরে নেওয়া সংখ্যা।‘ হ্যারিস জানান, এই বিলের অধীনে অনেকেরই কর্মসময় কমবে না। এর মধ্যে ম্যানেজার, কো-অর্ডিনেটর সহ ইত্যাদি তদারকি পেশা অর্ন্তভুক্ত। রিপ্রেজেন্টিভ মার্ক তাকানো এই বিলের সমর্থক। কংগ্রেসম্যানের অফিস থেকে বিবৃতিতে বলা হয়,’ আমাদের দেশের জন্য এই বিলটি প্রয়োজনীয়। মানুষের এখন তাঁর শ্রমের সমপরিমান মজুরি পায় না। এই বিলের মাধ্যমে তাদের নিজস্ব জীবন এবং চাকরি জীবনে ভারসাম্য আসবে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ